SVMCM Scholarship Update: আর চিন্তা নেই, আবেদন করলেই পড়াশোনার দায়িত্ব সরকারের, পুরোটা জেনে নিন। পড়ুয়ারা মেধাবী হলেও অনেক সময় দেখা গিয়েছে, টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। ফলে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উভয় স্তরেই একাধিক স্কলারশিপ (Government and Private Scholarship) এর বন্দোবস্ত শুরু হয়েছে।
স্কলারশিপের তালিকায় বহু স্কলারশিপ এর নাম পাওয়া যাবে। কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি বিকাশ ভবন স্কলারশিপ (SVMCM Scholarship) নামেও পরিচিত।
পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য অপেক্ষায় থাকে। কারণ এক্ষেত্রে রাজ্য সরকারের এই স্কলারশিপে (SVMCM Scholarship 2023) যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়ুয়ারা ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে পরবর্তী শ্রেণী এবং কলেজে ভর্তি হয়েছে, তারা আবেদন করতে পারে। এবার সেই সব পড়ুয়াদের জন্য সুখবর রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (2023-24 Educational Year) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন – Vidyasaarathi scholarship – বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করলে পাবেন, সর্বোচ্চ ১ লক্ষ টাকার অনুদান।
অফিসিয়াল পোর্টালে পড়ুয়ারা গিয়ে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, সমস্ত পড়ুয়ারাই এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারবে না। আবেদন শুরু হয়েছে নির্দিষ্ট কিছু ছাত্র-ছাত্রীদের জন্য। তারা কারা, একবার জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
কারা আবেদন করতে পারবে SVMCM Scholarship 2023.
শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল প্রসেস (SVMCM Scholarship Fresh Application and Renewal Process)
১) যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে।
২) যারা ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল, তারা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং সামনের বছর উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষা দেবে, সেই সমস্ত পড়ুয়ারা স্কলারশিপ এর রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে।
৩) এর বাইরে কোনো ছাত্র-ছাত্রীরা SVMCM Scholarship 2023 আবেদন করতে পারবে না। তবে তাদের জন্য আবেদন প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে। যেহেতু সমস্ত কলেজে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া (College Admission Process) সম্পন্ন হয়নি, তাই এক্ষুনি এই স্কলারশিপে আবেদন করা যাচ্ছে না। তার কারণ, ভর্তি হতে গেলে কলেজে ভর্তির রশিদ প্রয়োজন হবে। সেই কারণে এখনো পর্যন্ত যা খবর, তাতে আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে SVMCM স্কলারশিপ এর সাধারণ আবেদন প্রক্রিয়া শুরু হবে।
কবে থেকে আবেদন করা যাবে?
যে সমস্ত পড়ুয়ারা ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে SVMCM Scholarship 2023 স্কলারশিপে আবেদন করবে, তারা ১২ জুলাই ২০২৩ থেকে আবেদন করতে পারবে। ঠিক একইভাবে একাদশ শ্রেণি থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তারাও রিনিউয়াল অ্যাপ্লিকেশন বা স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে ১২ জুলাই ২০২৩ তারিখ থেকে। তবে বিজ্ঞপ্তিতে এখনো পর্যন্ত আবেদনের শেষ সময়সীমা জানানো হয়নি। ফলে মনে করা হচ্ছে, SVMCM Scholarship 2023 স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টাল এখনো চালু থাকবে।
আরও পড়ুন – Unnati Scholarship -এ আবেদন করলেই মিলবে ২৫ হাজার টাকা দেখুন কি কি ডকুমেন্ট লাগবে।