SVMCM (V4.2) – পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মাধ্যমে প্রতিবছর ১২ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেয় রাজ্য সরকার। স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার পড়ুয়া সেই টাকা পেয়ে চরম উপকৃত হয়। সম্প্রতি এ বছরের জন্যেও সেই স্কলারশিপের (swami vivekananda scholarship) আবেদন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নতুন এবং রিনিঊয়াল উভয় আবেদনই জমা করা যাবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মারফত। কত তারিখ পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে? কিভাবে আবেদন করবেন? দেখুন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?
স্কলারশিপের টাকার পরিমাণ শিক্ষার্থীর কোর্স এবং স্তরের উপর নির্ভর করে।
- উচ্চমাধ্যমিক স্তরে: প্রতি মাসে ১০০০ টাকা।
- স্নাতক স্তরে: মাসিক ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
- স্নাতকোত্তর স্তরে: মাসিক ২০০০ থেকে ৫০০০ টাকা।
- পলিটেকনিক পড়ুয়াদের জন্য: প্রতি মাসে ১৫০০ টাকা।
এই আর্থিক সহায়তা পড়ুয়াদের টিউশন ফি, বই-পত্র কেনা, বা অন্যান্য পড়াশোনার খরচ মেটাতে সহায়ক হবে।
স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে।
- আবেদনকারীর শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকা আবশ্যক।
- উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর থাকাদ বাধ্যতামূলক।
- স্নাতক স্তরের জন্য উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর থাকতে হবে।
- স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে স্নাতকে অন্তত ৫৩% নম্বর থাকতে হবে।
- পলিটেকনিক বিভাগের পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর প্রয়োজন।
swami vivekananda scholarship আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আবেদন করতে হলে নির্ধারিত নথি জমা দিতে হবে। এতে রয়েছে:
- জন্মসনদ।
- শেষ পরীক্ষার মার্কশিট।
- শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
- আধার কার্ড।
- ব্যাংকের পাসবুক।
- নতুন কোর্সে ভর্তির রশিদ।
- আবেদনকারীর ছবি।
কিভাবে করবেন আবেদন?
১) ফ্রেশ আবেদন:
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সরকারি পোর্টালে (https://svmcm.wbhed.gov.in) রেজিস্ট্রেশন করুন।
- নাম, ঠিকানা, শিক্ষাগত তথ্য এবং আয়ের বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- আবেদন ফর্ম সাবমিট করার পর নিশ্চিতকরণ বার্তা পান।
২) রিনিউয়াল আবেদনের ধাপ:
- SVMCM পোর্টালে লগইন করুন।
- পূর্বের আবেদন নম্বর ব্যবহার করে রিনিউয়াল অপশন নির্বাচন করুন
- প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করুন।
- ফর্ম সাবমিট করার পর রিনিউয়াল আবেদনের নিশ্চিতকরণ বার্তা পাবেন।
আবেদন প্রক্রিয়া কতদিন চলবে?
swami vivekananda scholarship -এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০শে নভেম্বর, ২০২৪ থেকে।সরকারি সূত্রে জানা গিয়েছে যে আবেদন প্রক্রিয়া দু-তিন মাস চলবে। যদিও নির্দিষ্ট শেষ তারিখ এখনও জানানো হয়নি। যারা আবেদন করতে চান, তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।