Swami Vivekananda Scholarship – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পেয়েছেন? না পেলে এই কাজটি করুন।

Swami Vivekananda Scholarship – পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিচিত এবং জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। বেশ কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) শুভ উদ্বোধন করেছেন।

Advertisements

যে সকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ বা Swami Vivekananda Merit-cum-Means Scholarship প্রকল্পের জন্য আবেদনযোগ্য। Swami Vivekananda Scholarship পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ, যা প্রায় প্রতিবছর ছাত্রছাত্রীদের প্রদান করা হয়।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা ৫ টি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। Best five Private Scholarships.

এবার এই স্কলারশিপ নিয়ে সম্প্রতি এক নতুন আপডেট সামনে এসেছে। আবেদনকারীদের অনেকেরই প্রশ্ন ছিল আবেদনের টাকা কবে পাওয়া যাবে? Swami Vivekananda Scholarship শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যায় আপনি কোনভাবেই অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

Advertisements

Swami Vivekananda Scholarship status check.

https://svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন কিন্তু ছোটখাটো ভুলের জন্য এই স্কলারশিপ শেষ অব্দি পাওয়া যায় না অনেক সময়। বর্তমানে এই স্কলারশিপের টাকা ব্যাংকের ঢোকা চালু হয়ে গিয়েছে, কিন্তু যারা এখনো অব্দি টাকা পাননি, তারা কি করে বুঝবেন কবে টাকা পাবেন আদৌ টাকা পাবেন কিনা? এ কি জানার জন্য আপনাকে আপনার স্কলারশিপের স্ট্যাটাস টি চেক করতে হবে।

আপনি যে ওয়েবসাইট থেকে Swami Vivekananda Scholarship এর জন্য আবেদন করেছিলেন সেই একই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সর্ব প্রথমে স্কলারশিপ এপ্লাই করার জন্য দেওয়া অফিসিয়াল সাইটে গিয়ে Applicant Login অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনকে আপনার Application Id’, ও  ‘Password’ দিয়ে সেখনে লগ ইন করে নিতে হবে। আপনার সামনে একটি পপ আপ আসবে সেটিকে বন্ধ করে সরিয়ে দিতে হবে।

এরপরই আপনার সামনে আপনার আবেদন সংক্রান্ত সকল তথ্য আপনার সামনে চলে আসবে। এই পেজ এর পাঁচ নম্বর অপশনে রয়েছে স্ট্যাটাস সংক্রান্ত বিষয় এবং ৬ নম্বর পেজএ ইন্সটিটিউট ডিটেইলস জানা যাবে। এই দুটি জায়গায় দেখে নিন ভেরিফাইড লেখা আছে কিনা। যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন চিন্তা করার কোনো বিষয় নেই।

তবে চিন্তা করার কোন কারণ নেই যাদের স্ট্যাটাস ভেরিফাইড দেখানো হচ্ছে তারা কি কিছুদিনের মধ্যে নিজেদের টাকা একাউন্টে পেয়ে যাবেন। গতবছর ১৭ ই মে থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে। হয়তো টেকনিক্যাল কোন প্রবলেমের জন্য টাকা ঢুকতে কিছুটা দেরি হচ্ছে আপনার একাউন্টে। তবে আপনার স্ট্যাটাস যদি আন ভেরিফাইড দেখানো হয় তাহলে অতি অবশ্যই যত শীঘ্র সম্ভব ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন।

আরও পড়ুন – Sikshashree Scholarship – রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রী প্রতিমাসে ৮০০ টাকা পাবেন।

Advertisements
Join Join