ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হবে,তা নিয়ে নয়া উদ্যোগ রাজ্যের

নিউজ ডেস্কঃ ট্যাবের বদলে ১০ হাজার টাকা পেতে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা হাতে মাত্র আর তিন দিন সময় পাবে।আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেক ছাত্র ছাত্রীর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড জানাতে হবে।যদিও রাজ্যের স্কুলগুলি মনে করছে সরকারের বেধেঁ দেওয়া সময়ের মধ্যে মধ্যে সমস্ত কাজ শেষ করা প্রায় অসম্ভব।
একাধিক ব্যাঙ্ক পরস্পরের মধ্যে মার্জ হওয়ার ফলে বদলে গিয়েছে ছাত্র ছাত্রীদের আইএফসি কোড।এছাড়াও প্রায় ছাত্র ছাত্রীর নেই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট।”স্টেট ফোরাম অফ হেড মাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেস।”এর সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি জানিয়েছেন যে সময় না বাড়ালে অনেক ছাত্র ছাত্রী বঞ্চিত হবে এই অনুদান পাবার সুযোগ থেকে।চন্দন কুমার এদিন বলেন,”জেলা পরিদর্শকরা নির্দেশ দিয়েছেন ২৮ ডিসেম্বরের মধ্যে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের নাম,ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে।কিন্তু লক্ষাধিক ছাত্র ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।তার উপরে সরকারী পোর্টালের গতি শ্লথ।এ অবস্থায় সময় না বাড়ালে অনেকের তথ্য জানানো অসম্ভব”
একদিনো ক্লাস হয়নি আগামী বছর যারা উচ্চমাধ্যমিক পরিক্ষা দেবে তাদের।করোনার কারনে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ স্কুল।কবে স্কুল খুলবে তাও জানা নেই। অনলাইনে চলছে সমস্ত ক্লাসের পড়াশোনা।সেই কারনে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রায় ৯ লক্ষ ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন মূখ্যমন্ত্রী।আর এই ট্যাব সংগ্রহ করতে সমস্যা হওয়ার ফলে নবান্নে বসে মূখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ট্যাব বা স্মার্টফোন কেনা বাবদ প্রত্যেক ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠানো হবে।আর সেই টাকা আগামী তিন সপ্তাহের মধ্যেই প্রত্যেক ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে ঢুকে যাবে।এই ঘোষণার পর স্কুল ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসেন।২৮ ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশের পর সমস্যা তৈরী হয়।যারফলে ফোরাম চিঠি দিয়েছে শিক্ষা দপ্তরকে কিন্তু এখানো কোন সদুত্তর মেলেনি বলেই সূত্রের খবর।