নিউজ ডেস্কঃ বাইকপ্রেমীদের কাছে বরাবর প্রিয় বুলেট। আর বুলেটের মধ্যে রয়াল এনফিল্ড সবসময় পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে। এর রাজকীয়,ভারী ও দেখতে বেশ আকর্ষণীয় হওয়ার দরুন এটি সহজেই মানুষের মন জয় করে।তবে এই জনপ্রিয়তায় ভাগ বসাতে আসছে নতুন গাড়ি হন্ডা হাইনেস।
হন্ডা হাইনেস আজই লঞ্চ করেছে। দেখতে অনেকটা এনফিল্ড এর মতো এই গাড়ি এনফিল্ড এর থেকে অনেকটা বেশী সুন্দর ও স্মার্ট। সামনের দিকে উচু,গোল হেডলাইট,এলইডি ইউনিট,বাঁকানো ট্যাঙ্কের সাথে রয়েছে সিঙ্গেল সিট।
রয়েছে অ্যাডিশনাল সিট লাগানোর সুবিধা। এছাড়াও রয়েছে ৩০০-৩৫০ সিসির ইঞ্জিন।যদিও বাইকের ফিচার্স এখনো প্রকাশ করেনি হন্ডা।তবে যতদূর সম্ভব হাইনেসের দাম হতে পারে আড়াই লাখের মতো। (এক্স শোরুম)