১.দেশের অন্যতম নামকরা গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি তাদের গাড়ির কেনাকাটাতে অনেকটাই ছাড় দিচ্ছে। পাশাপাশি রয়েছে এক্সচেন্জ্ঞ বেনিফিট।তবে সমস্ত মডেল পাবেন সংস্থার Arena ডিলারশিপে।
২.সেপ্টেম্বর মাসে যদি আপনি’মারুতি সুজুকি ডিজায়ার ফেসলিফ্ট’কেনেন তাহলে পাবেন ৩৭,০০০টাকা অবধি ছাড়। এই গাড়ির ক্ষেত্রে২৫০০০টাকা এক্সচেঞ্জ বোনাস,১০০০০টাকা ক্যাশ ডিসকাউন্ট সহ পাবেন ২০০০টাকা কর্পোরেট বোনাস।
৩.’মারুতি সুজুকি সুইফট’ কিনলেও পাবেন ৩৭০০০টাকার ডিসকাউন্ট।১৫০০০টাকার ক্যাশ ডিসকাউন্ট সহ পাবেন ২০০০০টাকার এক্সচেঞ্জ বোনাস ও ২০০০টাকা কর্পোরেট বোনাস।
৪.’মারুতি সুজুকি সেলেরিও’এই গাড়ির ক্ষেত্রে পাবেন ২৫০০০টাকার ক্যাশ ডিসকাউন্ট,২০০০০টাকা এক্সচেঞ্জ বোনাস,আর ৩০০০ টাকা পাবেন কর্পোরেট বোনাস।সব মিলিয়ে আপনি পাবেন ৪৮০০০টাকার বোনাস। ৫/’মারুতি সুজুকি এক্সপ্রেসো’ এই গাড়ির ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ৪৩০০০টাকা পর্যন্ত ছাড়।২০০০০টাকা এক্সচেঞ্জ বোনাস২০০০০টাকা ক্যাশ ডিসকাউন্ট সহ পাবেন ৩০০০টাকা কর্পোরেট বোনাস।