নিউজ
নিখোঁজ থাকার দশদিন পর উদ্ধার হলো মিগ ২৯ বিমানের পাইলট নিশান্ত সিংহের দেহ

নিউজ ডেস্ক: নিখোঁজ থাকার দশদিন পর অবশেষে সোমবার উদ্ধার হলো বিমানের পাইলট নিশান্ত সিংহের দেহ।নৌবাহিনীর সূত্রে খবর গোয়া উপকূল থেকে ৩০ মাইল দুরে সমুদ্রের ৭০ মিটার গভীরে তার দেহ মিলেছে।ভারতীয় নৌসেনার প্রশিক্ষণরত মিগ ২৯ কে বিমান গত ২৬ নভেম্বরে আরব সাগরে ভেঙে পরে। সাথে সাথেই একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ ছিলেন।
নৌবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয় নিশান্তের খোঁজে। এছাড়াও কোস্টাল পুলিশও অনুসন্ধান করতে শুরু করে। যোগাযোগ করা হয় স্থানীয় মৎসজীবিদের সাথেও।২৯ নভেম্বরের দিন বিমানের ধ্বংসাবশেষ মিললেও নিশান্তের দেহ পাওয়া যায় নি।আর তাই তল্লাশি জারি ছিলো এমনটাই জানা গিয়েছে নৌবাহিনী সূত্রে।