নিউজ
ট্রেনে ধূমপান করলে এবার বাড়ল শাস্তির পরিমাণ ,হতে পারে জেলও।

চলন্ত ট্রেনে জোরে হাওয়ার ঝটকায় হুহু করে আগুন ধরে প্রথমে শৌচাগার ভস্মীভূত হয়।এরপর মেঝে ফাটল ধরে।ঘটনার সূত্রপাত ১৩ মার্চ উত্তরাখন্ডের রাইওয়ালার কাছে।কিন্তু এই ঘটনার জেড়ে এখনকার তুলনায় শাস্তি আরো বেড়ে গিয়েছে।ট্রেনে ধূমপান করলে সরকারী সম্পত্তির ক্ষতি করার ফলে আগের তুলনায় আরো করা শাস্তি ও গ্রেফতারী পর্যন্ত হতে পারে এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে।