নিউজ
ধূপগুড়ির চৌহদ্দি বাড়ির টিউবওয়েলের নালায় পড়ে গিয়ে মৃত্যু শিশুর, শোকের ছায়া এলাকায়!

নিউজ ডেস্কঃ ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তরর্গত চৌহদ্দির পাগলাটারি এলাকায় বাড়ির টিউবলের নালায় পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। জানা গেছে সেই শিশুটির নাম আকাশ রায়, বাবা পরমেশ্বর রায়। পরিবার সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ বাড়ির উঠানে খেলা করার সময়ে আচমকাই টিউবলের নালায় পড়ে যায় শিশুটি।
পরবর্তীতে বাড়ির লােকজন তা দেখতে পেয়ে। এর পর তাকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়ে পড়ে। এমনকি গোটা এলাকায় শােকের ছায়া নেমে আসে।