ICSE পরীক্ষা বাতিল করেছে বোর্ড, অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে দিল, গতবারের তুলনায় পরীক্ষাকেন্দ্র বাড়ল ৫০%

নিউজ দেস্কঃ ইতিমধ্যেই আইসিএসই, সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছে। রাজ্যে যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে, তাতে মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছিল৷অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া হল। করোনার যাবতীয় বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে।গতবারের তুলনায় পরীক্ষাকেন্দ্র বাড়ল ৫০%।করোনা বিধির কথা মাথায় রেখেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪২০০ করা হচ্ছে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনও বার্তা স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি।আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে পর্ষদকে।তবে পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব রেখেই বসার ব্যবস্থা করা হবে৷ আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু প্রান্তে দুজন পরীক্ষার্থী বসবে৷সব পরীক্ষা কেন্দ্রেই সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হবে।শিক্ষক শিক্ষিকারা গ্লাভস পরেই ছাত্রছাত্রীদের খাতা এবং প্রশ্নপত্র দেবেন।