অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো কলকাতা বইমেলা

কলকাতাঃ করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো কলকাতা বইমেলা। করোনার কারণে সমস্ত কিছু খতিয়ে দেখে রবিবার পাবলিশার্স এন্ড গিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে।গতকালই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা।স্বাভাবিকভাবেই মন খারাপ বইপ্রেমীদের।
শীতের আমেজ মানেই বইমেলায় নতুন নতুন বই ও ভীড় সেই নষ্টালজিয়াকে এবার শহরবাসী খুবই মিস করবেন বলেই মনে করছেন অনেকে।এক বইপ্রেমীর প্রশ্ন,’করোনা স্বাস্থ্যবিধি মেনে সমস্ত জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হলেও,বইমেলা কেন বন্ধ রাখা হলো?’আরেকজন বলেছেন,’নতুন নতুন সিলেবাস এবার সবাই খুব মিস করবে,বিশেষত যারা নিয়মিত বই নিয়ে ঘাটাঘাটি করে।
পাবলিশার্স বইমেলা বন্ধ করেছে তো দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়।’ কেউ আবার গিল্ডের এই সিদ্ধান্তকে বলেছেন সঠিক সিদ্ধান্ত।সবমিলিয়ে এবার মন খারাপ থাকবে শহরবাসীর। কারণ শীতকালে আন্তর্জাতিক পুস্তকমেলায় ভরপুর হয়ে উঠে কোলকাতা। বইমেলাকে ঘিরে চলে বিভিন্ন অনুষ্ঠান সেসব ভীষণ মিস করবেন শহরবাসী।