করােনা নিয়ন্ত্রণে ১লা এপ্রিল থেকে নয়া নিয়ম জারি করছে কেন্দ্র,জেনে নিন সেই নিয়মগুলি

নিউজ দেস্কঃ সারা বিশ্বের পাশাপাশি ভারতেও প্রতিনিয়ত বেড়ে চলেছে করােনা আক্রান্তের সংখ্যা।আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির দিকে তাকিয়েই মহামারি নিয়ন্ত্রণের জন্য আগামী ১ লা এপ্রিল থেকে একাধিক নয়া নিয়ম শুরু করতে চলেছে কেন্দ্র।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মঙ্গলবার নতুন এই গাইডলাইন প্রকাশ করা হয়। নতুন এই গাইডলাইন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে মূলত টেস্ট ট্র্যাক ট্রিট প্রােটোকলের উপর।
দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যাতে এই প্রােটোকল মেনে চলে তার বার্তা দেওয়া হয়েছে।অন্যদিকে সকলেই যাতে প্রতিষেধক পান তার দিকেও নজর দিতে বলা হয়েছে। এর আগে যেভাবে করােনা নিয়ন্ত্রণ করা হয়েছিল ঠিক সেই পথে হাঁটতে চলেছে তারা।তাহলে দেখে নেওয়া যাক সেই নিয়মগুলি-
১) পরীক্ষার হার যে সব এলাকায় কম সেই সব এলাকায় পরীক্ষার হার বাড়াতে হবে।
২) পরীক্ষায় কেউ আক্রান্ত ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে আইসােলেশনের ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে।
৩) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ করে তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।
৪) আক্রান্তের এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘােষণা করতে হবে এবং তা জেলাশাসক অথবা জেলা কালেক্টরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
৫) সাধারণ মানুষ যাতে কোভিড বিধি মেনে চলেন রাজ্য প্রশাসনকে তার দিকে নজর দিতে হবে। বিশেষত বেশি নজর দিতে হবে স্কুল, কলেজ এবং অফিস কাছারির দিকে।
৬) মাস্ক না পড়লে, হাত নিয়মিত পরিষ্কার না করলে অথবা সামাজিক দূরত্ব না মানলে জরিমানা ধার্য করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।