নিউজ
বাংলা সাহিত্যে নক্ষত্র পতন!করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিলো কবি শঙ্খ ঘোষকে।

প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ।জীবনানন্দের পরবর্তীতে বাংলা কবিতার পঞ্চপান্ডব শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয় এদের মধ্যে চারজন আগেই চলে গিয়েছিলেন।এবার বিদায় নিলেন শঙ্খ ঘোষও।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
গত সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরিক্ষা করান তিনি।এরপর ১৪ এপ্রিল রিপোর্ট এলে জানা যায় করোনা পজিটিভ তিনি।হাসপাতালে ভর্তি হতে না চেয়ে বাড়িতে নিভৃতবাসে ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারনে নানান শারিরীক সমস্যায় ভুগছিলেন তিনি।যারফলে শারিরীক দূর্বলতাও ছিলো তাঁর।
তবে মঙ্গলবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হতে থাকে।বুধবার সকালে ভেন্টিলেটরে রাখা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যার্থ করে দিয়ে বেলা সাড়ে এগারোটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।