Uncategorized
প্রেমিক প্রেমিকার নিজের বাড়ি অবধি সুরঙ্গ কেটে, স্বামীর কাছেই হাতেনাতে ধারাপরল প্রেমিক

মেক্সিকোঃ মেক্সিকোর এক প্রেমিক নিজের বাড়ি থেকে শুরু করে তার প্রেমিকার বাড়ি অবধি সুরঙ্গ কেটে শেষে হাতেনাতে ধরা পড়লেন প্রেমিকার স্বামীর হাতে।জানা গিয়েছে সবার নজর এড়িয়ে স্বামীর অনুপস্থিতিতে নিয়মিত যাতায়াত করতেন অ্যালবার্তো নামের প্রেমিক।
ঘটনার দিন ঐ মহিলার স্বামী অফিস থেকে তারাতারি ফিরে আসায় দেখে ফেলেন প্রেমিক অ্যালবার্তোকে।তবে অ্যালবার্তো সেই সময় তৎক্ষণাৎ সোফার তলায় লুকিয়ে পরেন।আর এই সোফার তলায় দেখতেই দেখা যায় সোফার তলা থেকেই সুরঙ্গ শুরু হয়ে শেষ হয়েছে অ্যালবার্তোর বাড়ি গিয়ে।যদিও এখানো অবধি সুরঙ্গের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি স্থানীয় সংবাদমাধ্যমে।