টিকাকেন্দ্রে মানুষের ভিড় এড়াতে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের। ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের নাম নথিভুক্তকরণ ২৮ এপ্রিল থেকে।জেনে নিন বিস্তারিত।

১৮ থেকে ৪৫ বছর বয়সী মানুষেরা সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন না।এবার টিকাকেন্দ্রে ভিড় এড়াতে চালু হলো নতুন নিয়ম।১৮ থেকে ৪৫ বছর বয়সিদের আগেই কোউইন অ্যাপে নাম নথীভুক্তকরণ বাধ্যতামূলক করে দিলেন কেন্দ্র। নাম নথীভুক্তকরণ করে আগে থেকেই দিন ও ক্ষন জেনে নিয়ে তবে টিকাকেন্দ্রে যেতে হবে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের।
জানা গিয়েছে অতিমারীর ভয়াবহতা চিন্তা করে ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এছাড়াও রোজকার টিকার উপর নজর রাখতে পারবে কেন্দ্র।শুধু তাই নয় আগে এমনও হয়েছে যে টিকা নিতে গিয়ে অনেক সময় টিকার ঘাটতি থাকায় টিকা নিতে না পারায় অনেকেই ফিরে এসেছেন।এবার তেমনটা হবেনা বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা।
তবে ৪৫ বছরের উর্ধ্বে ব্যাক্তিরা আগের নিয়মে টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্তকরণ করে আগের মতোই টিকা নিতে পারবেন।আর ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যাক্তিরা ২৮ এপ্রিল থেকে কোউইন অ্যাপে নাম নথিভুক্তকরণ করতে পারবেন।