নিউজ
নতুন বছরে সােনার দাম ভাঙতে চলেছে সমস্ত রেকর্ড বিশেষজ্ঞদের মতামত

নিউজ ডেস্কঃ ভারতে সােনার গয়নার প্রচলন বহু প্রাচীন। একটা গয়না কেনার বাসনায় অনেক মানুষ সারা বছর অল্প অল্প টাকা সঞ্চয় করেন। কারণ শুধু সাজগােজ নয়, চরম আর্থিক টানাটানির সময়ে সােনা বন্ধুর মতাে পাশে এসে দাঁড়ায়। কিন্তু গত আগস্ট মাসে সােনার দাম দেখে আঁতকে উঠেছেন মধ্যবিত্ত ভারতীয়।আগস্টে ১০ গ্রাম প্রতি সোনার সর্বাধিক দাম ৫৬,১৯১ টাকা ছুঁয়েছিল।
আগামী দিনে সাধারণ মানুষ সােনা কিনতে পারবেন কি না, তা নিয়েও শুরু হয়েছিল চর্চা।সেই তুলনায় এখন সােনার দাম কিছুটা কমলেও তা মােটেই সস্তা নয়। বর্তমানে প্রতি ১০ গ্রাম সােনার দাম ৫০,০০০ টাকা।এদিকে শুরু হচ্ছে নতুন বছর, ২০২১ সালে সােনার দামের পাল্লা কোন দিকে থাকবে তা নিয়ে ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে বিশেষজ্ঞ সংস্থাগুলি।বিশেষজ্ঞদের মতে, নতুন বছরেও সােনার দাম বাড়বে।
নতুন বছরে সােনার দাম ছুঁতে পারে ৬৩,০০০ টাকা।