তাড়াহুড়োয় ঘুমন্ত সন্তানকে ভুলে ট্যাক্সিতেই রেখে চলে গেলেন বাবা মা

নিউজ ডেস্কঃ এতটাই কাজের তাড়া যে নিজের সন্তানকেই পুরোপুরি ভুলে ট্যাক্সিতেই রেখে নেমে চলে গেলেন বাবা মা।ঘটনাটি আর কোথাকারও নয় শহর কোলকাতার বুকে দিনেদুপুরে ঘটে গেল এই ঘটনা।আমরা সচরাচর নানান জিনিস ভুলে বাস,ট্রাম,ট্যাক্সিতে ফেলে আসি।কিন্তু তাই বলে নিজের সন্তানকে ভুলে যাওয়া!ঘটনা প্রকাশ্যে আসতেই দায়িত্বজ্ঞানহীন বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন কোলকাতা বিমানবন্দরে নেমে ট্যাক্সি নিয়ে সোজা আলমবাজার পৌঁছনোর পর ব্যাগপত্র সব নামিয়ে নিলেও ঘুমন্ত ঐ শিশুকে নামাতে বেমালুম ভুলে যান ঐ দম্পতি। এরপর ট্যক্সি চালক কিছুদুর যাওয়ার পর শিশুটিকে দেখতে পেয়ে যোগাযোগ করেন NSCBI ট্রাফিক গার্ড পুলিশের সাথে।
যাই হোক শেষমেষ শিশুটির বাবা মায়ের সাথে যোগাযোগ করে শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।ঘটনার কথা পোস্ট করেন বিধাননগর পুলিশ।আর প্রকাশ্যে আসতেই মূহুর্তে ভাইরাল হয়েছে সেই পোস্ট। ঘটনার জানাজানি হওয়ার পর নেটজনতার একটাই প্রশ্ন কিভাবে ঐ বাবা মা তাদের সন্তানকে ভুলে নেমে যেতে পারলো ট্যাক্সি থেকে?