
নিউজ ডেস্কঃ কোবরা সাপ বিষাক্ত।আর এই বিষাক্ত সাপ একবার কামড়ে দিলে মৃত্যু অনিবার্য।সচরাচর এই বিষাক্ত সাপের দেখা মেলে বনে বাদারে জঙ্গলে।তবে সুযোগ পেলে বাড়িতে ঢুকে যেতে পারে এই সাপ।আর এরকমই ঘটনা ঘটেছে সম্প্রতি।সাপটি বাড়ির বাথরুমে ঢুকে ঘাপটি মেরে বসেছিলো বাথরুমের কোমডে।
বাড়ির লোকজন অগোচরে থাকলেও কিন্তু তা দেখে ফেলে বাড়িতে পোষ্য ছোট্ট কুকুর ছানাটি।যারফলে সাপটিকে তাড়াতে সেই কুকুর ছানা ব্যাতিব্যাস্ত হয়ে পড়ে।ছোট্ট হলেও তার সাহস কম নয়।
https://www.youtube.com/watch?v=zm8Skt9rP08&feature=emb_title
লেজ উচিয়ে গলার আওয়াজ উচু করে সাপটিকে ভয় দেখাতে শুরু করে কুকুর ছানাটি।তবে শেষমেশ ভয় পায় সাপটি ও নেমে আসে কোমোড থেকে।
এই ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসিত হয়েছে কুকুরটি।ছোট্ট কুকুর ছানা হলেও প্রভুভক্তির দরুন জীবনের ভয় না করে যেভাবে সে সাহসিকতার পরিচয় দিয়েছে তাতে খুশি নেটিজেনরা।