কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা ভয়াবহ ,২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৪৬২ জন

নিউজ দেস্কঃ করােনার দ্বিতীয় ঢেউয়ে একাধিক রাজ্যে রীতিমতাে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের সেই ভয়াবহ স্মৃতি যেন উস্কে দিচ্ছে এই ভাইরাস। ফের নতুন করে ছড়াচ্ছে। করােনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করােনা আক্রান্ত ৪৬২ জন। কলকাতা প্রথম স্থানে রয়েছে সংক্রমণের নিরিখে। গত ২৪ ঘণ্টায় মহানগরী করােনায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
রাজ্যে মােট আক্রান্তের সংখ্যা এখন ৫ লক্ষ ৮১ হাজার ৮৬৫ জন। এর মধ্যে হাওড়া (৩৯), হুগলি (২৮), দক্ষিণ ২৪ পরগনা (২৩), পশ্চিম বর্ধমান (২২), বীরভূম (১১) এবং পুরুলিয়া (১১)।এদিন রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষের বেশি মানুষ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই Covid-19 পরিস্থিতিতে ভােট বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে।মঙ্গলবার জনৈক সােমনাথ রায় সহ বেশ কয়েক জন ব্যক্তি এই মামলা দায়ের করেন। আগামী শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।