নিউজ
করােনা-আবহে মৃত্যু হার রেকর্ড গড়েই চলেছে আমেরিকা

নিউজ ডেস্কঃ করােনার কোনও পর্যায়ই ছাড়ছে না আমেরিকাকে।কোভিড-১৯(covid-19) এ সব চেয়ে ক্ষতিগ্রস্ত ছিল আমেরিকাই। পৃথিবী জুড়ে ন’কোটি মানুষের সেই মৃত্যুমিছিলে শুধু আমেরিকাতেই মারা গিয়েছিলেন ২ কোটি ৩৩ লক্ষ করােনা-সংক্রমিত মানুষ।
দ্বিতীয় পর্যায়ে আবারও সেই ভয়ের আবহ তৈরি হয়েছে সে দেশে। গত ২৪ ঘণ্টায় মার্কিন দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭০ জন। হিসাব করলে দাঁড়ায়, প্রতি এক মিনিটে তিন জন করে আমেরিকাবাসীর মৃত্যু।
বহু হাসপাতালেই হলগুলােতে আপৎকালীন শয্যা তৈরি করা হয়েছে। অতিরিক্ত আইসিইউ বেড প্রস্তুত হয়েছে। এমনকি শিশু বিভাগও উপচে যাচ্ছে রােগীর ভিড়ে। এই পরিস্থিতিতে আমেরিকা সরকার গত কাল ঘােষণা করেছে, ২৬ জানুয়ারি থেকে কোভিড-নেগেটিভ রিপাের্ট ছাড়া কাউকে দেশে ঢুকতে দেওয়া হবে না।ফলে পরিবর্তিত পরিস্থিতিতে করােনা সুরক্ষাবিধি নিয়ে ফের নড়েচড়ে বসেছে আমেরিকা।