লাইফস্টাইল
চোখের মধ্যে থেকে টেনে টেনে বের করলেন কৃমি ডাক্তাররা, দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ ৬০ বছরের বৃদ্ধের কয়েকদিন ধরেই চোখ খচখচ কখনও বা চুলকানি আবার কখনও বা হালকা ব্যাথা অনুভব হচ্ছিল।বাড়িতে তিনি এই কারনে অনেকবার আয়নার সামনে দাড়িয়ে পর্যবেক্ষণ করতে চেয়েছেন ব্যাপারটা কি!কিছুই সমাধান না মেলায় অবশেষে ডাক্তার এর শরনাপন্ন হন তিনি।
এরপর ডাক্তার এর কাছে যা শুনলেন তাতে তিনি হতভম্ভ। কারন আমরা সাধারণভাবে জানি কৃমি পেটে হয় আর পাঁচটি লোকের মতো ঐ বৃদ্ধেরও ধারণা এরকম ছিলো। কিন্তু যখন তিনি শুনলেন তার চোখে বাসা বেঁধেছে কৃমি আর তা সুন্দরভাবে বড় হচ্ছে।
স্বাভাবিক ভাবে তার চমকে যাওয়ারই কথা।যদিও শেষমেশ ডাক্তাররা ঐ কৃমি অপারেশন করে বের করে ফেলেছেন।আর ঐ বৃদ্ধ বর্তমানে পুরোপুরি সুস্থ এমনটাই জানা গিয়েছে।আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো ভাইরাল।