
নিউজ ডেস্কঃ অর্ডার দিচ্ছেন অনলাইনে, ই-মেইলে কিংবা ফোনে, পণ্য পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। একজন ক্রেতার কাছে ব্যাপারটা খুবই উপভােগ্য। এতে তাঁর কষ্ট কমছে, ঘরে বসেই পেয়ে যাচ্ছেন অর্ডার করা পণ্য।কেনা জিনিস হাতে পেলেই টাকা দিচ্ছেন বা অনলাইন পেমেন্ট করছেন কেউ।করোনা ভাইরাস মহামারির সময় থেকে মানুষের অনলাইনে কেনাকাটার প্রবণতা হঠাৎ করেই বহুগুণ বেড়েছে।
সম্প্রতি নেটদুনিয়ায় ঘুরছে এক ডেলিভারি বয়ের ভিডিও। ট্যুইটারেও নানা রকম মন্তব্য ভেসে আসছে। কেউ প্রশংসা করছেন ওই ডেলিভারি এক্সিকিউটিভের কর্তব্যবােধের। কেউ আবার প্রশংসা করছেন আমাজনের সেই ডেলিভারি বয়ের।মােটা বরফের আচ্ছাদনে ঢাকা চারপাশ কাশ্মীর উপত্যকায়।পরিষ্কার, ওখানে কোনও দুচাকা বা চার চাকার গাড়ি ঢুকবে না।
Amazon delivery innovation 🐎#Srinagar #Kashmir #snow pic.twitter.com/oeGIBajeQN
— Umar Ganie (@UmarGanie1) January 12, 2021
সেই পুরু বরফের আচ্ছাদন সরিয়ে পথ বের করা তাে আরও কঠিন। এমন অবস্থায়, আমাজনের এক ডেলিভারি একজিকিউটিভের কীর্তি এখন সমাজমাধ্যমে ঝড় তুলেছে। দেখা যাচ্ছে,পণ্য গ্রাহকের দরজায় পৌঁছে দিতে তিনি ঘােড়ায় চড়ে যততত্র পৌঁছে যাচ্ছেন।কোনও দুচাকা বা চার চাকার গাড়ি ঢুকবে না,অতএব ঘােড়াই ভরসা। শতাব্দীপ্রাচীন যােগাযােগ ব্যবস্থায় ফিরে গিয়েছেন ওই আমাজন ডেলিভারি বয়। আমাজনও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে।