নিউজ
এবার বার্ড ফ্লু ছড়ালো রাজ্যেও, দুর্গাপুরে বহু মৃত হাঁস, মুরগি

পশ্চিম বর্ধমান,দূর্গাপুরঃ এবার বার্ড ফ্লু ছড়ালো রাজ্যেও। পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডে আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু হাস মুরগী পরে থাকতে দেখা যয়।এখনো অবধি দেশের ৯ টি রাজ্যে বার্ড ফ্লু ছড়ালেও নতুন করে যোগ হলো পশ্চিমবঙ্গ।
বেশ কিছু হাস মুরগী মরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।এরপর দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে বিষয়টি জানানো হয়।এরপর জানানো হয় প্রানী সম্পদ বিভাগের আধিকারিকের দপ্তরে।গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তারা।এছাড়াও জানান এই মূহুর্তে কোন ভয়ের কারণ নেই।এমনটাই খবর স্থানীয় প্রশাসনের তরফে।যেসব স্হানে ইতিমধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে সেগুলি হলো রাজস্থান, কেরল,দিল্লি,মধ্যপ্রদেশ,উত্তর প্রদেশ,হরিয়ানা, হিমাচল প্রদেশ,গুজরাট ছত্রিশগড় ইত্যাদি।