বিনোদন
উত্তম কুমারের জীবনের অজানা নানা ঘটনা অবলম্বনে এবার তৈরী হতে চলেছে সিনেমা

নিউজ ডেস্কঃ উত্তম কুমারের জীবনের অজানা নানা ঘটনা অবলম্বনে এবার তৈরী হতে চলেছে সিনেমা যার নাম,”অচেনা উত্তম।”এই ছবিতে মহানায়কের ভূমিকায় অভিনয় করবেন শ্বাশত চট্টোপাধ্যায়।
উত্তম কুমারের ছোট থেকে বড় হয়ে ওঠা থেকে শুরু করে ধীরে ধীরে বাংলা ছবির অবিসংবাদিত নায়ক হিসেবে পরিচিতি।
এরপর প্রথম জীবনে ফ্লপমাস্টার হিসেবে পরিচিতি লাভ করা কোনকিছুই তুলে ধরা বাদ যাবেনা এই সিনেমায়।এই সিনেমার প্রযোজনা করছে মুম্বাইয়ের এক প্রযোজনা সংস্থা।