নিউজ
খুব তারাতারি, চিনকে ধূলিসাৎ করতে রাশিয়া থেকে ভারতে আসছে এই বিধ্বংসী মিসাইল

নিউজ ডেস্কঃ চিনকে শায়েস্তা করতে তৈরী হচ্ছে ভারত।লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর উপর চিনের সেনাবাহিনীর হামলার বদলা নিতে ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে।ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কেনার জন্য কথা বলেছিলেন।
দেশের সুরক্ষার জন্য এতে থাকছে দু ধরনের সিস্টেম যথা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও অ্যান্টি এয়ারক্রাফ্ট ওয়েপন সিস্টেম।ভূমির থেকে আকাশের যে কোনো উচ্চতায় থাকা শত্রুপক্ষের কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট ক্ষনিকের মধ্যেই ভেঙে চুরমার করে দেবে এই মিসাইল। তিনশোরও বেশী ক্ষেপণাস্ত্র নিয়ে যেতে পারা এই মিসাইল রাশিয়ায় প্রথম আবিষ্কার হয় ১৯৯০ সালে।৬০০কিমির বেশি দূরত্বে থাকা টার্গেটকে দেখতে পাওয়া এই S400 মিসাইল এ পর্যন্ত বিশ্বের অত্যাধুনিক ও শক্তিশালী মিসাইল বলেই জানা গিয়েছে।