নিউজ
TMC এবার ২০০ আসন পার করল, BJP একশো টপকাতেও ব্যর্থ

নিউজ দেস্কঃ গোটা দেশের নজর বাংলার বিধানসভা ভোটে। টানটান উত্তেজনার মধ্যে সকাল থেকে চলছে ভোট গণনা।মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই দাবি করে আসছিলেন এবার তৃণমূল ২০০ আসন পাবে বলে।সত্যি ভোট প্রবণতায় ডবল সেঞ্চুরি করে ফেলল তাঁর দল। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এখনও পর্যন্ত ২০২ আসনে এগিয়ে ঘাসফুল শিবির।২৯২ আসনের মধ্যে এখনও পর্যন্ত কমিশনের কাছে এসেছে ২৮৪ টির তথ্য।
তার মধ্যে ২০২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।আর বিজেপি এগিয়ে ৭৭ আসনে। ১টি করে আসনে এগিয়ে কংগ্রেস ও রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি।তৃণমূল কংগ্রেস যদিও মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে।