চুল লম্বা,ঘন রাখতে রসুনের জুড়ি মেলা ভার।জেনে নিন কয়েকটি পদ্ধতি।

আমরা জানি রসুন সাধারণত ত্বকের রুপচর্চার কাজে ব্যবহার করা হয়।এবার সেই রসুন চমক দেবে চুলেও।কারন চুল লম্বা ও ঘন হওয়ার কাজে ব্যবহার করা হয়।কেননা রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা চুলের জন্য বিশেষ উপকারী। গবেষণায় জানা গিয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল নামে এই গুন রসুনে থাকায় এটি চুলের গোড়া মজবুত করে।
বাড়িতে বসে রসুনের প্যাক বানিয়ে চুলে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য সুন্দর হয়।তবে কিভাবে ব্যবহার করবেন তা নিচে তুলে ধরা হলো-
১/রসুন ও আদা বেটে তা ভালো কোন অলিভ অয়েলের সাথে মিশিয়ে গরম করুন।এই মিশ্রণটি বাদামী হয়ে এলে ১৫ মিনিট ধরে চুলে ম্যাসাজ করুন।তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
২/রসুন পেস্ট তৈরী করে মধুর সাথে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৩/রসুনের পেস্ট বানিয়ে ইষৎ গরম নারকেল তেলের সাথে মিশিয়ে তা চুলের গোড়া অবধি ম্যাসাজ করুন।৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৪/রসুনের তেল বানিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে সারারাত রেখে দিন।পরেরদিন ঘন্টাখানেক চুলে এই তেল মেখে রেখে দিন।শেষে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।