আজ ২৮ডিসেম্বর সোমবার, আজকের রাশিফল।দেখে নিন দিনটি আপনার কেমন কাটবে?

মেষ :
দিনটি ভালো।কর্মক্ষেত্রে ভালো কাটবে। আইনি ঝঞ্ঝাট থেকে দুরে থাকুন।ঘুরতে যেতে পারেন।স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ :
স্বাস্থ্য ভালো থাকবে।পরিবারে সুখ বজায় থাকবে।নিজের দিকে খেয়াল রাখুন।ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।বসের ভালো কথা শুনতে পারেন আজকের দিনটিতে।চাকুরীক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা।
মিথুন :
আজকের দিনটি মোটামুটি ভালো যাবে।ব্যবসায়ীদের জন্য ভালো দিন।সংসারে সুখ থাকবে।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে।অসুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ নিন।
কর্কট :
ঘরে সুখ শান্তি বজায় থাকবে।বিবাহিত জীবন ভালো যাবে।চারিদিকে ভালো পরিবেশ থাকবে।আর্থিক উন্নতি হবে। আচরণ ঠিক রাখুন।স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি ভালো।বাবা মায়ের কাছ থেকে বাড়তি ভালোবাসা পাবেন।
সিংহ :
কাজের ক্ষেত্রে দিনটি ভালো।আর্থিক উন্নতি হবে।বসের প্রশংসা পাবেন।পারিবারিক পরিবেশ ভালো থাকবে।মনের দিক দিয়ে একটু দোনামনা চলতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার সম্ভাবনা।স্বাস্থ্য বিষয়ে দিনটি ভালো কাটবে।
কন্যা :
আর্থিক ভাবে ভালো কাটবে।দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।বসের পরামর্শে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা।প্রেম এ বাধা দুর হবে।স্বাস্থ্য ভালো যাবে।ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়।
তুলা :
দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সাথে ভালো করে দিনটি কাটাবেন।মন ভালো থাকবে।ব্যবসায়ীদের জন্য দিনটি অবশ্যই ভালো। চাকুরিজীবিদের জন্যে দিনটি খুব ভালো দিন হবে।স্বাস্থ্য ভালো থাকবে।বন্ধুদের সাথে সময় কাটাবেন।বাবা মায়ের কাছ থেকে উপহার পেতে পারেন।
বৃশ্চিক :
দিন ভালো কাটবেনা।পরিবারের সাথে মতবিরোধ হবে।ঝামেলায় জড়িয়ে যাবেন।ধৈর্য্য নিয়ে কাজ করতে বলা হচ্ছে।স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু :
ব্যস্ততম দিন হতে চলেছে আজকের দিন।পূর্ব পরিকল্পনা মাফিক কাজ করুন। দিনটি ভালো কাটবে।ব্যবসায়ীরা ভালো ফল পেতে পারেন।রাগ নিয়ন্ত্রণে রাখুন।ছোট্ট ছোট্ট জিনিস উপেক্ষা করুন।স্বাস্থ্য মোটামুটি ভালো কাটবে।সর্দি কাশির উপদ্রব হতে পারে।
মকর :
জীবনসঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন।সময়টা ভালো যাবে।প্রিয় কোন জায়গায় যেতে পারেন।পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা।আর্থিক ভালো যাবে।স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ :
বস প্রশংসা করবেন।মানসিক ভাবে দিনটি ভালো কাটবে।প্রতিটি চেষ্টা সফল নাও হতে পারে।আত্মবিশ্বাস হারাবেন না।ব্যবসায়ীরা আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।আর্থিক ভালো থাকবেন।পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে।
মীন :
পারিবারিক শান্তি বজায় থাকবে।বড় চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে পারেন।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি ভালো কাটবে।চাকুরীজীবিদের জন্য দিনটি খুব ভালো দিন নয়।চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন।সর্বোপরি দিনটি ভালো কাটবে।