আজ ৯ জানুয়ারি শনিবার,আজকের রাশিফল। দেখে নিন দিনটি আপনার কেমন কাটবে?

মেষ :
পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।ব্যবসায়ীদের প্রফিট হবে ভালো।বাবা মায়ের আশীর্বাদ পাবেন।জীবনসঙ্গীর সাথে সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে তাই সজাগ থাকুন। ছোট্ট খাটো ভুল ভ্রান্তি নিয়ে অবহেলা করবেন না।নতুন সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে।স্বাস্থ্য ভালো থাকবে।পুরোনো সম্পত্তি ফিরে না পাওয়ার সম্ভাবনা।
বৃষ :
পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। নিজের দিকে খেয়াল রাখুন। ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকুন।দুরে ভ্রমণ।স্বাস্থ্য ভালো থাকবে।
মিথুন :
আজকের দিনটি ভালো যাবে।ব্যবসায়ীদের জন্য ভালো দিন।চাকুরী জীবিদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরী হতে পারে।সংসারে সুখ থাকবে।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে।
কর্কট :
পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে।আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি ভালো কাটবে তবে অসুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ :
দিনটি সবদিক দিয়ে ভালো।আর্থিক উন্নতি হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।বাচ্চাদের সাথে বেশি সময় কাটান।ওদের উপহার দিন।ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।পুরোনো আসবাবপত্র বাদ দিয়ে গৃহে নতুন আসবাবপত্র আসবে।স্বাস্থ্য বিষয়ে দিনটি ভালো কাটবে।
কন্যা :
আর্থিক ভাবে ভালো কাটবে।প্রতিবেশীর সাথে মনোমালিন্য বজায় থাকবে।প্রেম এ বাধা আসলেও কাটিয়ে উঠতে সময় লাগবে।বাড়িতে পুজো আর্চা হবে।স্বাস্থ্য ভালো যাবে।
তুলা :
দিনটি ভালো কাটবে।সন্তানের পড়াশোনা বিষয়ে মনোযোগ বাড়বে।ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো দিন হতে চলেছে। চাকুরিজীবিদের জন্যে দিনটি ততটা ভালো দিন নয়।সাবধানে কাজ করুন নয়তো বসের রাগান্বিত হওয়ার সম্ভাবনা। পেটের ব্যামো ও মাথার ব্যামো হতে পারে।
বৃশ্চিক :
দিন ভালো কাটবে।পরিবারের সাথে ঝামেলা মিটে যাবে।ব্যায় করবেন ভালো করে।চাকুরী জীবিদের জন্য দিনটি ভালো। ধৈর্য্য নিয়ে কাজ করতে বলা হচ্ছে।নাহলে সব কাজে বাধা আসতে পারে।স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু :
আজকের দিনটি ভালো হতে চলেছে।ব্যবসায়ীরা ভালো ফল পেতে পারেন।ছোট্ট ছোট্ট ভুল উপেক্ষা করে রাগ নিয়ন্ত্রণ করুন।স্বাস্থ্য মোটামুটি ভালো কাটবে।
মকর :
সময়টা ভালো যাবে। প্রিয় কোন জায়গায় যেতে পারেন।জীবনসঙ্গী আজ আপনাকে উপহার দেবে।আর্থিক ভালো যাবে। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ :
মানসিক ভাবে দিনটি ততটা ভালো নয়।প্রতিটি চেষ্টা অসফল হতে পারে।আত্মবিশ্বাস কমে যাবে।ব্যবসায়ীরা আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।আর্থিক ভালো থাকবেন।পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে।সংযমী হন।সবার যত্ন নিন।
মীন :
পারিবারিক শান্তি বজায় থাকবে।চাকরি পেতে পারেন। স্বাস্থ্য দিক দিয়ে দিনটি ভালো কাটবে। পাহাড়ী এলাকায় ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো নয়।অম্বল,গ্যাস,সর্দি ও কাশির সম্ভাবনা। অসুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ নিন।