আজ,১৪ডিভেম্বর সোমবার, আজকের রাশিফল।দেখে নিন দিনটি আপনার কেমন কাটবে?

মেষ :
দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।বাচ্চাদের সাথে ভালো সময় সময় কাটবে।সঙ্গী র সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ :
দিন ভালো কাটবেনা।মনে শান্তি থাকবে।পরিবারের দিকে খেয়াল রাখুন। পরিবারের সাথে ভ্রমণ করবেন।আটকে থাকা কাজ পূরণ হবে।স্বাস্থ্য খারাপ হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।
মিথুন :
দিন ভালো কাটবে।পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে।সংসারে সুখ থাকবে। স্বাস্থ্য দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে।অসুস্থ বোধ করলে অবশ্যই
ডাক্তারের পরামর্শ নিন।
কর্কট :
বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে।কোন মন্দির দর্শন করতে যেতে পারেন।স্বাস্থ্যের দিক দিয়ে আজ সর্দি কাশির সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ :
দিনটি ভালো কাটবেনা। আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে।অফিসে বসের প্রশংসা পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।স্বাস্থ্য বিষয়ে দিনটি ভালো কাটবে।আজ কোন ভালো খবর পেতে পারেন।
কন্যা :
দিন ভালো কাটবে।দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য ভালো যাবে।তবে শত্রু দৃষ্টিতে দিনটি ভালো নাও হতে পারে।নিজের খেয়াল রাখুন।সর্দি,কাশি বা গলাব্যাথা হলে ডাক্তারের পরামর্শ নিন।
তুলা :
দিনটি ভালো কাটবেনা। চাকুরিজীবিরা রাগ নিয়ন্ত্রণ করুন।স্বাস্থ্য ভালো থাকবে।পরিবারের সাথে সময় কাটাতে চাইলেও ব্যস্ততার জন্য সেটা পারবেন না।
বৃশ্চিক :
দিন ভালো কাটবে। পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন।বাবা মায়ের আশীর্বাদ পাবেন। ধৈর্য্য ধরে কাজ করুন।স্বাস্থ্য ভালো থাকবে অন্যথায় ডাক্তারের পরামর্শ নিন।
ধনু :
ভালো কাটবেনা আজকের দিনটি।ভালো সুযোগ আসলেও আপনার ভুলের ফলে তা হারাতে হতে পারে।বিবাহিত জীবন ভালো কাটবে।আর্থিক ভাবে উন্নতিতে বাধা আসবে।স্বাস্থ্য মোটামুটি ভালো কাটবে।
মকর :
দিনটি ভীষণ ভালো কাটবে চাকুরী ও ব্যবসায়ী উভয় ক্ষেত্রেই।কঠোর পরিশ্রমের ফল ভালো হবে।জীবনসঙ্গীর সাথেও সুখের দিন কাটব।আর্থিক ভাবে ভালো থাকবেন।স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ :
দিন ভালো কাটবেনা।তবে পরিবারের বড়দের প্রতি নজর দিন।জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো হবেনা ।প্রতিটি চেষ্টা অসফল হবে। আত্মবিশ্বাস কমে যেতে পারে অসফল হবার কারণে। ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেন না করাই ভালো।
মীন :
দিন ভালো কাটবে। পারিবারিক শান্তি বজায় থাকবে।বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন।কর্মক্ষেত্রে দিনটি শুভ।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি ভালো।