Home টলিউড এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী

এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী

কলকাতাঃ করোনা থাবা বসালো টলি পাড়ায়। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী।উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার বাইপাসের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাকে। এর আগেও টলিউডের বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা হলেন রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েলের স্বামী নিশপাল রানে।

আরও পড়ুন :  আবার দূর্গাপুজো হলো জলপাইগুড়ির রংধামালিতে, জানুন পুজোর ইতিহাস

এছাড়াও টিভি সিরিয়ালের অভিনেতা সুরোজিৎ বন্দোপাধ্যায় প্রমূখ। এখনও অবধি প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোহম শুধুমাত্র অভিনেতা নয় অভিনয়ের পাশাপাশি তিনি তৃনমূল কংগ্রেসের যুবনেতাও বটে।কোভিড পরিস্থিতিতেও তাকে একাধিকবার তৃনমূল কংগ্রেসের জেলায় জেলায় সাংগঠনিক সমাবেশ এ যোগদান করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন :  আরোও একটি ১ টাকায় ক্যান্টিন চালু করলেন গৌতম গম্ভীর পূর্ব দিল্লির নিউ অশােকনগরের,নাম দিলেন 'জন রসােই'
আরও পড়ুন :  বিশ্ব কৃতজ্ঞতা দিবস উপলক্ষে অনুস্কা শেয়ার করলেন নিজের অন্তসত্ত্বা ছবি

২০১৬ সালে তৃনমূলে যোগদান করেন তিনি।ভোটে দিদির হয়ে প্রার্থী হয়েছিলেন বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে।এখনো অবধি হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে তার জ্বর আছে এবং শারিরীক অবস্থা স্থিতিশীল।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল