বর্তমানে বাজারে টমেটোর (Tomatoes) দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ প্রায় টমেটো কিনতে গিয়ে হাতে ছ্যাকা খাচ্ছেন। ঠিক এমন সময় সরকারি তরফে নেওয়া হলো এক নতুন সিদ্ধান্ত। সরকারি তরফে জানানো হয়েছে এবার থেকে রেশন দোকানে দেওয়া হতে পারে টমেটো। এর আগে বাজারে পেট্রোল ডিজেল এবং অন্যান্য সবজির দাম বহুদিন ধরে বেড়েই চলেছিল এবারে একেবারে দাম বাড়লো টমেটোর (Tomatoes) যা দেখে কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কিন্তু সরকার হঠাৎ করে টমেটো দেওয়া সিদ্ধান্ত নিল কেন? কীভাবে কোথা থেকে প্রদান করা হবে এই টমেটো চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি জানা যাচ্ছে তামিলনাড়ু সরকার তাদের রেশন দোকান থেকে কম দামে টমেটো (Tomatoes) বিক্রি করতে চলেছে। ওই রাজ্যের প্রায় ৮২টির অ্যাসন দোকান থেকে সরকারি তরফে টমেটো বিক্রি করা হবে। ৬০ টাকা কিলো দরে পাওয়া যাবে এই টমেটো। বর্তমানে খোলা বাজারে টমেটোর দাম ১০০ কোটি টাকা থেকে ১৫০ টাকা। তাই রেশন দোকানে টমেটো (Tomatoes) বিক্রি করা শুরু হলে কার্যত প্রায় হাফ দামে অথবা হাফেরও কম দামে টমেটো পাবে ওই রাজ্যে সাধারণ মানুষ।
আরও পড়ুন – Business ideas – ব্যবসা আপনার টাকা দেবে সরকার, এই ব্যবসা করে মাসে আয় করুন লক্ষাধিক টাকা।
তামিলনাড়ু সরকার তরফে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় প্রত্যেকটি মানুষ শুধুমাত্র এক কেজি করে টমেটো পাবে রেশন দোকান থেকে। এছাড়াও তারা তাদের রাজ্যের জিনিসপত্রের দাম বাড়ানো একটি বৈঠক করেন এবং তারা চিন্তাভাবনা করছেন যে কিভাবে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যায়। তামিলনাড়ু সরকার মনে করছেন তারা প্রয়োজন হলে কাঁচা সবজি ও রেশন দোকান থেকে কম মূল্যে বিক্রয় করতে পারেন। বিশেষজ্ঞদের মতে এভাবে যদি সবজির দাম বাড়তে থাকে তাহলে তামিলনাড়ুর মতো অন্যান্য রাজ্যগুলির উচিত এইভাবে সাধারণ মানুষকে সাহায্য করা।
তবে শুধু তামিলনাড়ুতেই নয় টমেটোর (Tomatoes) দাম বেড়েছে পুরো ভারতবর্ষ জুড়েই। এবং ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও টমেটো এবং কাঁচা লঙ্কার দাম রয়েছে আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞরা মনে করছেন এক ও সাধু শ্রেণীর কালোবাজারি জন্য এভাবে কাচা আনাজের দাম বেড়েই চলেছে। সরকারের উচিত এগুলো কে করা হাতে নিয়ন্ত্রণ করা যাতে এ ধরনের কাজ না হতে পারে। তবে অনেকের আশঙ্কা আর আসন দোকান থেকে টমেটো (Tomatoes) দেওয়া হলে সেই টমেটো রেশন দোকানিরা অসাধুপথে বেশি দামীও বিক্রি করে দিতে পারেন। তবে সে বিষয়ে কি করা হবে তা নিয়ে এখনো অব্দি কিছু বলেননি তামিলনাড়ুর সরকার।
আরও পড়ুন – Rice Prices – খাবেন কি? আকাশছোঁয়া হতে চলেছে চালের দাম, কত টাকা কেজি কিনবেন? জেনে নিন