Government Scholarships -এই ৬টি স্কলারশিপ দিচ্ছে সরকার, কি যোগ্যতায়, কত টাকা পাবেন, একনজরে দেখে নিন।

Advertisements

Government Scholarships – পড়ুয়া মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না, এরকম নিদর্শন আগে বহুবার বহু ক্ষেত্রে দেখা গিয়েছে। আর সেই দিকে নজর দিয়েই সরকারের তরফে একাধিক স্কলারশিপ (Government Scholarships) এর ব্যবস্থা করা হয়েছে। সরকারের সঙ্গে বেসরকারি স্কলারশিপেরও বন্দোবস্ত রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে, তার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন।

শিক্ষা গ্রহণের ক্ষেত্রে টাকার কোনো সমস্যা হবে না। এখানে এই প্রতিবেদনে এরকমই বেশ কয়েকটি স্কলারশিপ (Government Scholarships) সম্বন্ধে জানানো হবে। যা থেকে পড়ুয়ারা যোগ্যতা অনুযায়ী আবেদন করে এই স্কলারশিপ পেতে পারবেন। সাথে কি যোগ্যতা, কত টাকা পাবেন, একনজরে দেখে নিন।

Advertisements

১. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship).

Government Scholarships – এর মধ্যে রাজ্য সরকারের এই স্কলারশিপটি অনেক গুরুত্বপূর্ণ স্কলারশিপ।
কত টাকা পাবেন- বছরে ১২০০০ থেকে ৬০০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা – পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে। ওয়েবসাইট svmcm.wbhed.gov.in.

আরও পড়ুন – Unnati Scholarship -এ আবেদন করলেই মিলবে ২৫ হাজার টাকা দেখুন কি কি ডকুমেন্ট লাগবে।

২. নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship).

কত টাকা পাবেন- আবেদনকারীকে এককালীন ১০ হাজার টাকা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে। ওয়েবসাইট- wbcmo.gov.in
আবেদন করতে পারেন এই ঠিকানায় – পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল, নবান্ন।

Government Scholarships
Advertisements

৩. হিন্দি স্কলারশিপ (Hindi Scholarship).

Government Scholarships – এর মধ্যে এই স্কলারশিপটি মূলত হিন্দি মিডিয়ামে পড়ুয়াদের জন্য। যাদের মাতৃভাষা হিন্দি নয়, অথচ হিন্দি মিডিয়ামে পড়াশোনা করছেন, তাদের জন্যই এই স্কলারশিপ।
কত টাকা পাবেন – প্রতি বছরের ১২ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা- পূর্বের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। হিন্দি মিডিয়ামে পূর্ণকালীন কোর্সে পাঠরত হতে হবে।
আবেদনের ঠিকানা- শিক্ষা ও বৃত্তি বিভাগ অধিদপ্তর, বিকাশ ভবন, নবম তল, কলকাতা-৯১.

৪. ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship).

Government Scholarships – এর মধ্যে এই স্কলারশিপটি মূলত SC/ST/OBC সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য। এটি পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ।
কত টাকা পাবেন – ৫ হাজার থেকে ১৪ হাজার টাকা বছরে পাবেন পড়ুয়ারা।
আবেদনের যোগ্যতা – পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পূর্বের পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাস করতে হবে।
পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। ওয়েবসাইট- oasis.gov.in.

৫. বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ (BKMBS).

নাম থেকেই বোঝা যাচ্ছে এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্রীরা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস করে উচ্চ শিক্ষার জন্য কোর্সে ভর্তি হয়েছেন, তারাই এই স্কলারশিপের সুবিধা পাবেন।
কত টাকা পাবেন – বছরে ২৪ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়াও বই কেনার জন্য অতিরিক্ত ২০০০ টাকা করে পাবেন ছাত্রীরা।
আবেদনের যোগ্যতা – ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মেডিক‍্যাল, ইঞ্জিনিয়ারিং বা বেসিক সায়েন্স কোর্সে স্নাতক স্তরে পাঠরত হতে হবে। এই স্কলারশিপটি জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ দ্বারা পুরস্কৃত স্কলারশিপ। ওয়েবসাইট- jbnsts.ac.in.

৬. ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কলারশিপ (West Bengal Free Ship Scholarship).

রাজ্যের যে পড়ুয়ারা সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং/ প্রযুক্তি/ ফার্মেসী/ স্থাপত্যবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপ এর মাধ্যমে টিউশন ফি বৃত্তি হিসেবে পাবেন। তার বাইরের খরচ পড়ুয়াদের বহন করতে হবে।
আবেদনের যোগ্যতা – পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে। পড়ুয়াকে ইঞ্জিনিয়ারিং/ প্রযুক্তি/ আর্কিটেকচার/ ফার্মেসি স্নাতক স্তরে পাঠরত হতে হবে। পড়ুয়াকে Tuition Free Waiver (TFW) এর অধীনে নির্বাচিত হতে হবে। অন্য কোনো স্কলারশিপ পেলে আবেদন করা যাবে না।
ওয়েবসাইট- wbhed.gov.in/wbfs. এখানে বেশ কয়েকটি স্কলারশিপের তথ্য দেওয়া হলো।

আরও পড়ুন – Paramparik scholarship – মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ৪০ শতাংশ নাম্বার পেলে পাবেন ১০ হাজার টাকা।

Advertisements
Join Join