নিউজ
সুন্দরবনে পর্যটকদের লঞ্চে আগুন, সিলিন্ডার ফেটে ভস্মীভূত লঞ্চ

দক্ষিণ ২৪ পরগনা, দয়াপুরঃ মাঝনদীতে পর্যটকদের একটি লঞ্চে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার দয়াপুর খেয়াঘাটের ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘাটে পৌঁছায় এম ভি মা চন্ডী লঞ্চ।
সেই সময় দয়াপুরে ১টি হােটেলের ঘাটে পর্যটকদের নামিয়ে লঞ্চে রান্নার কাজ করছিলেন রাঁধুনি ও লঞ্চের কর্মীরা।
সেই সময় হঠাৎ গ্যাস সিলিণ্ডার ফেটে আগুন ধরে যায়।নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন তাঁরা।এই ঘটনায় কোনাে পর্যটকের ক্ষতি না হলেও ওই লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন এসে আগুন নেভানাের কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিভলেও লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।লঞ্চটিকে রক্ষা করতে পারেননি গ্রামবাসীরা| গােসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।