নিউজ
মর্মান্তিক দূর্ঘটনা চিপসের প্যাকেটের খেলনা গলায় আটকে গেলো বালকের!তারপর কি হলো জেনে নিন।

নিউজ দেস্কঃ মুম্বাইয়ের উত্তরাঞ্চলের কান্দিভালির বাসিন্দা বির্জু দূর্গাপূজা দেখে শনিবার বাড়ি ফিরছিল।বির্জুর চার বছরের ছেলে পিযূস পথেই বাবার কাছে বায়না ধরে চিপস কিনে দেবার জন্য।ছেলের বায়না পূরন করতে গিয়ে নিজের ছেলেকেই হারিয়ে ফেল্লেন বাবা বির্জু।চিপসে পাওয়া ফ্রি খেলনা গলায় আটকে মারা গেলেন পীযূষ। আগামী ডিসেম্বর মাসে পাঁচ বছরে পা দিতো পীযূষ।
পীযূষের বাবা জানিয়েছে মাত্র ৫/১০ মিনিট পীযূষের কাছে ছিলাম না।এরইমধ্যে এই দূর্ঘটনা ঘটে।চিপসে পাওয়া ফ্রির খেলনা গলায় আটকে গিয়ে শ্বাস আটকে যায় পীযূষের।বির্জু অর্থাৎ পীযূষের বাবা আরো জানিয়েছেন স্থানীয় হাসপাতাল বেশি দুরে নয় মাত্র ৩ কিমি দুরে। সেখানে ১০মিনিটের মধ্যে পৌঁছে গেলেও বাঁচাতে পারেননি ছেলেকে।ডাক্তাররা বলেছেন যে, “গলায় খেলনা আটকে শ্বাসরোধ হয়েছে পীযূষের।আরেকটু আগে আনলেই বাঁচানো যেতো তাকে।”