নিউজ
‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’ তিন মাস জন্য স্থগিত রাখার নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্কঃ সারা বিশ্বে চলছে করোনা পরিস্থিতি।তার মধ্যেই আবার শুরু হয়েছে করোনার নতুন ট্রেন্ড।এরফলে সারা বিশ্ব আবারও নতুন আতঙ্কে কাটাচ্ছে।আর এই পরিস্থিতিতে করোনা মোকাবিলা নিয়ে চিন্তায় জেরবার বিভিন্ন দেশ।ভ্যাকসিন বের করার জন্য সমস্ত রকম প্রসেস চালিয়ে যাচ্ছে সমস্ত দেশ।
এই কারনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ‘ওয়ার্ক ভিসা’ ও ‘ইমিগ্রান্ট ভিসা’ সহ বিভিন্ন ভিসা স্থগিত রাখার নির্দেশ জারি করলো।গত বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করে তাতে বলা হয়েছে,’কোভিড ১৯ এর জন্য জুন থেকে আমেরিকায় কাজের পরিস্থিতি খুব খারাপ হয়েছে,বেকারত্ব বেড়েছে।শুধু তাই নয় এই অতিমারির প্রভাব পরেছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামোয়।এই নিষেধাজ্ঞা জারি থাকবে ৩১ মার্চ অবধি।তবে প্রয়োজনে মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলেই জানিয়েছেন প্রশাসন।এই সিদ্ধান্তের জন্য যারা এইচ ১ বি,এইচ ২ বি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন যারা তারা বলা বাহুল্য সমস্যায় পরলেন।