
আমাদের দৈনন্দিন জীবনে একঘেয়েমি কাটাতে অনেক সময় মানুষ বাড়ি থেকে বেড়িয়ে পড়ে দুরে বা কাছে যেমনি হোক এলাকায়।কখনও পাহাড় পর্বত,কখনও বা সমুদ্রের পাড় আবার কখনও জঙ্গলে বা বাড়ির আশেপাশের চিড়িয়াখানায়। সেখান থেকে শুরু হয় নতুন কিছু মূহুর্ত।
বর্তমানে আমরা যে কোন ঘটনা মুঠোফোনে তুলে রাখতে পছন্দ করি।তা হোক কোন ভিডিও বা ছবি।নিজের হোক বা অন্যের সেইসব ঘোরার ছবি বা ভিডিও যখন সেগুলো দেখি তখন আমরা আনন্দিত হই।
সম্প্রতি ইউটিউবে অনেকগুলি হাস্যকর ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও প্রকাশিত হয়েছে।এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবতী চিরিয়াখানায় গিয়ে বনমানুষের সাথে ছবি তুলতে এগিয়ে গেলে উল্টে সেই বনমানুষই যুবতীকে জড়িয়ে ধরে চুম্বন করে।এখানেই শেষ নয় অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটি বনমানুষ এক যুবতীকে জড়িয়ে স্তনে হাত দিচ্ছে।প্রথম দিকে এইসব ভিডিও ক্যামেরাবন্দী হলেও পরবর্তীতে সেসব স্যোস্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে।যা তৈরী করেছে দমফাটা হাসির পরিবেশ।