Unnati Scholarship -এ আবেদন করলেই মিলবে ২৫ হাজার টাকা দেখুন কি কি ডকুমেন্ট লাগবে।

Advertisements

Unnati Scholarship 2023 – বর্তমানে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থনৈতিক কারণে পিছিয়ে থাকার জন্য পড়াশোনা করতে অসুবিধা হয় তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতে রয়েছে বিভিন্ন স্কলারশিপ। সেটি কখনো সরকারি অথবা কখনো বেসরকারি তরফে দেওয়া হয়ে থাকে। এমনই একটি স্কলারশিপ (Unnati Scholarship) হল রোলস-রয়েস উন্নতি স্টেম স্কলারশিপ। এই স্কলারশিপ এর মাধ্যমে মেয়ে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে আর্থিক সহায়তা এবং শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

এই বৃত্তি তাদের দেওয়া হয় যারা STEM বিষয়ে স্নাতক কোর্স করছে। তাদের একাডেমিক্স এর খরচা চালিয়ে নিয়ে ওঠার জন্যই এই স্কলার্শিপ (Unnati Scholarship) প্রদান করা হয়। Rolls-Royce India তরফে ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য। চলুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত। এই স্কলারশিপ এ আবেদন করার পর আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য ২৫ হাজার টাকার একটি এককালীন স্কলারশিপ পাবেন।

Advertisements

আরও পড়ুন – BCGIL Recruitment – ভারতীয় কো-অপারেটিভ ইন্সুরেন্স দপ্তরে ৯৪৯ টি কর্মখালির বিজ্ঞপ্তি, নিয়োগ কোন পদে দেখুন।

এই স্কলারশিপ (Unnati Scholarship) পেতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন?

১) বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে স্নাতক এ অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে।
২) তার আগের রেজাল্টে কমপক্ষে ৫৫ শতাংশ নাম্বার থাকতে হবে।
৩) সেই ছাত্রীর পারিবারিক বার্ষিক হয় 4 লাখ টাকার কম হতে হবে।
৪) এই স্টিম ছাড়া অন্য কোনো ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।

আবেদন করার জন্য কি কি নথি পত্রের প্রয়োজন?

পাসপোর্ট – সাইজ ছবি,আধার কার্ড,পারিবারিক আয়ের প্রমাণ ,পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,বর্তমান শিক্ষাবর্ষের ভর্তির প্রমাণ ,বৃত্তির আবেদনকারী বা পিতামাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ

এই স্কলারশিপ এর জন্য আবেদন করবেন কিভাবে?

১) সর্বপ্রথমে Buddy4study ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে এপ্লাই নাও অপশনে ক্লিক করুন।
২) এরপর আপনার সামনে একটি লগইন করার অপশন আসবে সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩) Buddy4Study-এ একাউন্ট না থাকলে- আপনার ইমেল/মোবাইল/Gmail অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study তে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন ।
৪) এরপর স্টার্ট এপ্লিকেশন অপসনে ক্লিক করুন।

৫) অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
৬) প্রয়োজনীয় সমস্ত নথিপত্র এর স্ক্যান কপি আপলোড করে দিন।
৭) ট্রামস অ্যান্ড কন্ডিশনে টিক মারুন এবং প্রিভিউতে ক্লিক করে আপনার আবেদন পত্রটি আরেকবার ভালো করে দেখে নিন।
৮) যদি আবেদন পত্রটি পুরোপুরিভাবে ঠিকঠাক থাকে তাহলে, সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

যদি আপনি এই স্কলারশিপ (Unnati Scholarship) এর জন্য আবেদনযোগ্য হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনি এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। এই ধরনের আরো বিভিন্ন স্কলারশিপ এর তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফলো করুন।

আরও পড়ুন – HS Registration – উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগবে আঁধার, নতুন নিয়মে কি কি লাগবে জেনে নিন।

Advertisements
Join Join