ভ্যাকসিনে গোরক্ত! ধর্মের ক্ষতি হতে দেব না! বিতর্কের মুখে হিন্দু মহাসভার স্বামী চক্রপানি

নিউজ ডেস্কঃ করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য!আর এই বিতর্কিত মন্তব্য করেছেন হিন্দু মহাসভার স্বামী চক্রপানি।এতেই শেষ নয় দেশে যাতে টিকাকরন না হয় তারজন্য তিনি চিঠিও লিখেছেন রামনাথ কোবিন্দকে।
চক্রপানির দাবি,’কিভাবে ভ্যাকসিন তৈরী হচ্ছে তা আগে জানাতে হবে।তারপর টিকাকরন শুরু হোক দেশে। করোনাভ্যাকসিন খুব দ্রুত চালু করা হোক দেশে।তবে খেয়াল রাখতে হবে কোনভাবেই যাতে ভ্যাকসিনের জন্য জনজীবন ব্যাহত না হয়।’এবিষয়ে তার প্রশ্ন ভ্যাকসিন কি দিয়ে তৈরী হয়েছে তা জানা যাবেনা কেন?
তিনি আরো বলেন সনাতন ধর্ম হিসেবে গরুকে আমরা মা মনে করি।আর এই রক্ত পান করলে ধর্মকে অবমাননা করা হবে।আর এই কারনেই টিকাকরনের আগে বিস্তারিত তথ্য আমরা জানতে চাই।পাশাপাশি তিনি এটাও বলেছেন শুধু আমেরিকা বলে নয় যে কোন দেশের টিকার বিস্তারিত তথ্য জানানো উচিত।তার কথায় আগে এটা নিশ্চিত হতে হবে যে টিকায় গোরক্ত নেই।তারপর ভ্যাকসিন দেওয়া হোক নিয়ম মেনেই।তবে যতই হোক প্রান চলে গেলেও তো ধর্মের কোন ক্ষতি হতে দেওয়া যায় না।