মোদি সরকারের, ২০২২-এ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী বছরভর নানা কর্মসূচি

নিউজ ডেস্কঃ কখনও স্বামীজি, কখনও রবীন্দ্রনাথ এবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল মোদি সরকার। যার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৬ সালে ভোটের আগে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেন মোদি সরকার। তার আগের বছর ২০১৫ সালে রাজ্যের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে ভোটের আগেও মোদির মুখে বারবার শোনা গেছে নেতাজির কথা। এবছর ২০২০ সালে জানুয়ারিতে লালকেল্লায় নেতাজি সংগ্রহশালা উদ্বোধন করেন মোদি।
আর এবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি গঠন কেন্দ্রের। ২০২১ সালে ভোটের আগে এই তৎপরতায় অনেকে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। নেতাজির জন্মদিন পালনের জন্য একাধিক কর্মসূচী বছরভর। তার জন্য বিশেষ কমিটি তৈরি করল মােদি সরকার। বহিরাগত তকমা ধুয়ে ফেলে বাঙালি আবেগ ছুঁতেই কি কেন্দ্রের বিজেপি সরকারের এমন নেতাজি-উদ্যোগ? উঠছে প্রশ্ন। মানতে নারাজ গেরুয়া শিবির।