অভিনেত্রী অঙ্কিতা নির্লজ্জ্বের সমস্ত সীমা অতিক্রম করলেন, পরিবারের সামনে ভুল করেও দেখবেন না এই ভিডিও
বিগত দুই বছর থেকে করোনা অতিমারীর কারনে সমস্ত সিনেমা হল বন্ধ থাকায় মানুষ আরো বেশি করে ওটিটি প্ল্যাটফর্মের প্রতি অভ্যস্ত হয়েছেন।বর্তমান সময়ে দর্শকেরা বড়ো পর্দার থেকে ছোট পর্দায় অর্থাৎ ফোনে বা ল্যাপটপেই সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে অধিক পছন্দ করছেন।এর ফলে ভারতে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও সমান ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের ওয়েব সিরিজের মাধ্যমে যেন বিনোদনের এক নতুন জগত উন্মোচিত হয়েছে।এমন কিছু ওয়েব সিরিজ তৈরি হয়েছে যার জনপ্রিয়তা ও সাফল্য অনেক বড়ো বাজেটের সিনেমাকেও হার মানায়।বিভিন্ন ওয়েব সিরিজের বেশিরভাগ অংশে বোল্ড ও ঘনিষ্ঠ যৌন দৃশ্য দেখানো হয় যা সিনেমায় কখনও দেখানো সম্ভব হয় না ভারতীয় সেন্সর বোর্ডের কারণে।
এমন অনেক দর্শক আছে যাঁরা এই অন্তরঙ্গ দৃশ্য দেখতে পছন্দ করেন, ফলে এইসব ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।সম্প্রতি তেমনই এক জনপ্রিয় ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের ট্রেলার মুক্তি পেয়েছে।এই ট্রেলার দেখেই দর্শক মহলে বেশ শোরগোলের সৃষ্টি হয়েছে।’র্যাবিট’ (Rabbit) অ্যাপের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাঠশালা ২’-এর (Pathshala 2 ) ট্রেলার দেখে দর্শকরা সিরিজ দেখার জন্য বেশ উত্তেজিত হয়ে পড়েছেন।
এর চিত্রনাট্য আবর্তিত হয়েছে এক গ্রামের এক শিক্ষিকার চরিত্রকে কেন্দ্র করে।’মালাই ভাবী’ নামক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কমলিকা চন্দ।এই সিরিজ তৈরি হয়েছে মূলত ‘ড্রামা’ ও ‘রোম্যান্স’-এর ওপর ভিত্তি করে।এই সিরিজের প্রথম সিজনেও ছিল একাধিক খোলামেলা ও সাহসী দৃশ্য। স্বাভাবিক ভাবেই সেই সব দৃশ্য দর্শকদের মনে আগুন ধরিয়ে ঘাম ছুটিয়ে দিয়েছিল। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে নিতে পারে কিনা এবার সেটাই দেখার অপেক্ষা।