বলিউডের গান ও নাচে ভাইরাল পাঁচ জাপানিজ কন্যা।এর আগে একাধিক হিন্দি গানে নেচেছেন জাপানিজ কন্যাদের এই ডান্সিং গ্রুপ।এই গ্রুপের নাম এশিয়ানজ ডান্সার্স।
বিভিন্ন গানের নাচ ইন্সটাগ্রামে পোস্ট করেন তাঁরা।সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’সিনেমার ‘দিল দিয়া গাল্লা’ গানে নাচতে যাচ্ছেন তাঁরা।আর সেই ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করতেই মূহুর্তে তা হয়েছে ভাইরাল।