Home ভাইরাল ৯১ বছরের স্ত্রী ১০১ বছরের স্বামীর জন্মদিনে কেক খাওয়ালেন ! তুমুল...

৯১ বছরের স্ত্রী ১০১ বছরের স্বামীর জন্মদিনে কেক খাওয়ালেন ! তুমুল ভাইরাল ছবি

নিউজ ডেস্ক: যুগ বদলে গেছে।বদলে গেছে ভালোবাসার ধরন। ইন্টারনেটের যেমন চকিতে খুব ভালো সার্ভিস দেয় আবার চকিতে হাওয়া। ঠিক তেমনি হয়েছে এখনকার দিনের বেশিরভাগ ভালোবাসার সম্পর্কগুলো। কখন যে কে কার সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে দেবে তার ঠিক নেই।

আরও পড়ুন :  অদ্ভুত রকমের এক গাড়ি যা দেখে হেসে লুটোপুটি নেটদুনিয়ায়, তুমুল ভাইরাল এই গাড়ির ভিডিও

এখনকার এই 4G বা 5G এর যুগে অটুট ভালোবাসার সম্পর্ক দেখা যায় বিরল। যাই হোক আগেকার দিনে হয়তো এখনকার মতো ব‍্যস্ততার হিরিক ছিলো না বা মানুষ এত মর্ডান ছিলো না। তবে সম্পর্কগুলো ছিলো অটুট।তখনকার সম্পূর্কগুলোয় ছিলো না কোনো ছলনা ছিলো না।

আরও পড়ুন :  বয়ফ্রেন্ডকে R15 বাইকের পিছনে বসিয়ে তুমুল গতিতে বাইক চালাচ্ছে প্রেমিকা , দেখুন সেই ভাইরাল ভিডিও

এত কথা বলার কারণ একটাই সম্প্রতি স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে নিজের স্বামীকে পরম মমতা ও ভালোবাসায় কেক খাইয়ে দিচ্ছেন এক স্ত্রী। তবে শুনলে অবাক হবেন স্বামীর বয়স ১০১ বছর এবং স্ত্রী সবে ৯১ এ পা দিয়েছেন। বৃদ্ধ ও বৃদ্ধার এই বয়সেও এত মিস্টি জুটি দেখে আবেগে ভাসছেন নেটজনতা।তাদের এই ভালোবাসা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

আরও পড়ুন :  ট্রেনে চাপা পড়া থেকে উদ্ধার করলেন প্রৌঢ়কে পুলিশ কনস্টেবল, ভাইরাল হল সেই ভিডিও
আরও পড়ুন :  এবার বাস্তবে গাছ থেকে ঝরছে ৫০০ টাকার নোট! দৌঁড়াচ্ছে মানুষ

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল