Home ভাইরাল একরত্তি বাচ্চা মেয়ের প্রান বাঁচালো কুকুর!ভাইরাল ভিডিও।

একরত্তি বাচ্চা মেয়ের প্রান বাঁচালো কুকুর!ভাইরাল ভিডিও।

একরত্তি বাচ্চা মেয়ের প্রান বাঁচালো কুকুর!ভাইরাল ভিডিও।

কুকুর হলো প্রভুভক্ত প্রানী।কুকুর তার মনিবের জন্য প্রান পর্যন্ত দিতে পিছোপা হয়না। কুকুর যে কতটা প্রভুভক্ত হয় মানুষের প্রতি তা সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পরেছে।

স‍্যোস‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে বল নিয়ে খেলছিলো।খেলতে খেলতে নদীতে তার বল পড়ে যায়।এরপর ঐ বাচ্চা মেয়েটি বলটি তোলার জন্য নদীর দিকে এগিয়ে গেলে কুকুরটি মেয়েটির জামা ধরে টেনে তোলে।

এখানেই শেষ নয় এরপর দেখা যায় কুকুরটি নিজে নদীতে নেমে নদীতে পড়া সেই বলটি মুখে করে নিয়ে এসে বাচ্চাটির সামনে দেয়।মূহুর্তে যে বড় রকমের দূর্ঘটনা ঘটে যেতে পারতো তার কোন সন্দেহ নেই।তবে এই যাত্রায় বেঁচে গিয়েছে বাচ্চা মেয়েটি।তবে এই ভিডিও স‍্যোস‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কুকুরের প্রতি সম্মান বেড়ে গিয়েছে অনেকের।

আরও পড়ুন :  আসছে ট্রেন, তবুও রেল লাইনে যুবক, তারপরের দৃশ্য দেখলে অবাক হবেন, রইলো ভিডিও!

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল