নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন থেকে ফেসবুকে ঘুরছে Elf of luck নামে একটি ছবি। এই ছবিটি শেয়ার করলে নাকি খুব শীঘ্রই সুখবর আসবে এমনটাই বলা হচ্ছে। নেটজনতা এটা বিশ্বাস করছে নিমেষেই।
কারণ একটাই যদি সত্যিই কোন ভালো খবর আসে। যদি সত্যি ভাগ্য ফিরে যায়। ‘Elf’এর অর্থ হলো ক্ষুদ্র আকৃতিবিশিষ্ট সুচালো কানযুক্ত একটি প্রানী। ‘Elf of luck’এর অর্থ এই ক্ষুদ্র প্রানী আপনার ভাগ্য ফিরিয়ে দেবে।’Elf of luck’ এই ছবিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধাকে কখনও বা বৃদ্ধকে।
যার সুচোলো নাক ও কান,পরনে পশ্চিম জাদুগরী পোষাক।আসলে এই ছবি শেয়ার করলেই ভাগ্য ফিরে যাবে এমনটা হয় বরং বয়ে আসতে পারে দুর্ভাগ্য। বিশেষজ্ঞদের মতে এটি কোনভাবেই আপনার সৌভাগ্য তো ফেরাতে পারবেনা।
তবে এই ছবি শেয়ার করে স্যোশাল মিডিয়ার বন্ধুদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে চাইলে আপনি শেয়ার করতেই পারেন।তবে এই ছবি কোনভাবেই আপনার জীবনের ভালোর সাথে সম্পর্কযুক্ত নয়।