স্যোসাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে কিছু আপলোড করার পর অনেক সময় জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে টাইমলাইনে ঘুরতে ঘুরতে একসময় তা বেশ ভালোমতো ভাইরাল হয়ে যায়।আর নেটিজেনরাও বেশ আনন্দ উপভোগ করে এসব ভিডিও,গান বা কোন ঘটনা দেখে।
গত কয়েকমাস ধরে ‘টুম্পা সোনা’ গানটি এতটা জনপ্রিয়তা অর্জন করেছে যে পুজো মন্ডপ থেকে শুরু করে বিয়েবাড়ি এমনকি যে কোন অনুষ্ঠানে কোথাও বাদ যায়নি এই গান।এই গানের তালে কোমর ও দুলিয়েছেন আট থেকে আশি সকলেই।কখনও আবার এই নাচ ভাইরাল হলেও এবার আবার ভাইরাল হলো ‘টুম্পা সোনা’ গানের নাচটি।
সম্প্রতি একটি যুবতি হট প্যান্ট পড়ে ছাদের উপর দাড়িয়ে নাচলেন ‘টুম্পা সোনা’গানটি।যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মন কেড়ে নিয়েছে এই নাচ কারন কোনরকম প্রশিক্ষণ ছাড়াই যুবতি যেভাবে নেচেছেন তা অবিশ্বাস্য।চলুন দেখে নিন সেই নাচ।