Home ভাইরাল লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে,সবজি নিয়ে একটি কবিতা স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চলুন...

লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে,সবজি নিয়ে একটি কবিতা স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চলুন দেখে নেই সেই কবিতা।

নিউজ ডেস্কঃ লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে।সবজির এতটাই আকাশছোঁয়া দাম যে আমজনতা বাজারে সবজি কিনতে গিয়ে পকেটের কানাকড়ি প্রায় শেষ বল্লেই চলে।এমতাবস্থায় সবজি নিয়ে একটি কবিতা স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চলুন দেখে নেই সেই কবিতা।

আরও পড়ুন :  নতুন বৌ নাচতে নাচতে শশুর বাড়ী ঢুকছে, নতুন বৌয়ের সেই নাচের ভিডিও সােশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল

পেঁয়াজ একশো ছুঁয়ে হাসি মুখে কয়,
“জয় জয় জয় জয় শ্রী ইয়ের জয়।”
রসুন হাসিয়া কয়,”শোনো সুন্দরী, আমি আছি তিনশোয়, তুমি সেঞ্চুরি।”
ফুলকপি হেসে কয়,”লাভ কার কাকা?আমি আজ পার পিস চল্লিশ টাকা।”
বেগুন ও সিমে চলে দড়ি টানাটানি।
সেঞ্চুরি টমেটোর,সবজির রানী।
লঙ্কা,করলা আর পে়ঁয়াজের কলি।
জনতার নাগালের বাইরে সকলই।
বাজারের অলি গলি,আনাচে কানাচে।
আচ্ছে দিনের তালে সবজিরা নাচে।
ব‍্যাগ ভরা টাকা নিয়ে ছুটে যাই যারে,
সেই দেখি ছুটে এসে হুঙ্কার ছাড়ে।
অবশেষে কিনে কিছু পেপে ও কদলী।
“জয় ছিরি ইয়ে” বলে বাড়িমুখো চলি।

আরও পড়ুন :  ছোট্ট একরত্তি মেয়ে দূর্গা মায়ের কাছে আবেদন জানালো কবিতা রূপে, দেখুন ভিডিও
আরও পড়ুন :  তোলপাড় করে দিয়েছে নেট দুনিয়া এই ৬ মাস বয়সের শিশু দেখেনিন ভাইরাল ভিডিওটি

বলাবাহুল্য যেভাবে সবজির দাম দিনদিন বেড়েই চলেছে।তাই এই কবিতা ভাইরাল হয়ে জনপ্রিয়তা অর্জন করেছে প্রচুর।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল