Home ভাইরাল নেটপাড়ার ৬৬ বছর বয়সে বাবা প্রেমে পড়াই, বিয়ে দিল ছেলে, ভাইরাল ছবি

নেটপাড়ার ৬৬ বছর বয়সে বাবা প্রেমে পড়াই, বিয়ে দিল ছেলে, ভাইরাল ছবি

নিউজ ডেস্কঃ প্রেমের ক্ষেত্রে বয়সটা যে কোন ব‍্যাপার নয় তা প্রমাণ করে দিলেন বছর ৬৬ র তরুণ কান্তি পাল‌।এই বয়সে সকলকে চমকে দিলেন বান্ধবী স্বপ্না রায়কে বিয়ে করে।

সবচেয়ে অবাক ব‍্যাপার তরুণ কান্তির ছেলে শাওন নিজেই দাড়িয়ে বাবার বিয়ে দিয়েছেন। এরপর বিয়ের ছবিগুলো স‍্যোশাল মিডিয়ায় আপলোড করেছেন।

শাওন বলেন দশ বছর আগে মা মারা যাওয়ার পর পরিবারের সবাই আমাদের পাশে থাকলেও বাবা একাকীত্বে ভুগতেন।শাওন জানান একটি সামাজিক অনুষ্ঠানে নতুন মা ও বাবার পরিচয় হয়,এরপর কথাবার্তা। কিন্তু হঠাৎই দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন :  বিয়ে বাড়ির তন্দুরি রুটিতে মাখানাে হচ্ছে থুতু! ভিডিও সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গ্রেফতার যুবক
আরও পড়ুন :  আত্মহত্যার আগে নিজেই হাসিমুখে ভিডিও রেকর্ড করে,তারপর সবরমতীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর! দেখুন সেই ভিডিও

তারপর হঠাৎই একদিন নতুন মা অর্থাৎ স্বপ্না রায়ের ফোন আসে এবং পরস্পর দুজনেই সেদিন বিয়ের প্রস্তাব রাখেন।এই ব‍্যতিক্রমী বিয়ের ঘটনা নেটপাড়ায় তুলে ধরে শাওন এছাড়া আপলোড করেন বিয়ের ছবি।যা মূহুর্তে ভাইরাল হয়েছে।সকলেই প্রশংসা করেছেন ও নবদম্পতির প্রতি বিবাহিত জীবন সুখের হোক এই শুভ কামনাও করেছেন তারা।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল