নিউজ ডেস্ক: নেশা আহা সে যে বড়ই মধুর। সে যে নেশাই হোক না কেন নেশার জিনিস একবার কেউ ধরলে সেটা ছাড়িয়ে ওঠা খুবই কঠিন। মানুষ নানান রকমের নেশা করে থাকে যেমন বিড়ি,মদ,সিগারেট, গাজা আরো কত কি না পাবেন সেই নেশার লিস্টে।
এই অবধি ঠিকই লাগবে কথাগুলো কিন্তু এরপর যা বলবো তা শুনে হয়তো যে কারোরই চক্ষু চড়কগাছ হয়ে যাবে। কারণ এমন ঘটনা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। সম্প্রতি স্যোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি কাকড়া মনের সুখে সিগারেট টানছে।
এমনকি মানুষের আওয়াজ পেয়ে তার সিগারেট যাতে কেউ কেড়ে না নেয় তাই সেখান থেকে হাটা জুড়ে দিয়েছে মুখে সিগারেট নিয়েই। এই ভিডিও যারা করছিলো তারা তো হাসছেনই।প্রকাশ্যে আসার পর মূহুর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটজনতা বেশ মজাও পেয়েছে এই ভিডিও দেখে। আপনিও দেখুন সেই কাকড়ার সিগারেট খাওয়ার ভিডিও।