Home ভাইরাল সিগারেটখোর কাকড়া!ভেবে অবাক হলেন তো?দেখুন সেই মজার ভিডিও

সিগারেটখোর কাকড়া!ভেবে অবাক হলেন তো?দেখুন সেই মজার ভিডিও

নিউজ ডেস্ক: নেশা আহা সে যে বড়ই মধুর। সে যে নেশাই হোক না কেন নেশার জিনিস একবার কেউ ধরলে সেটা ছাড়িয়ে ওঠা খুবই কঠিন। মানুষ নানান রকমের নেশা করে থাকে যেমন বিড়ি,মদ,সিগারেট, গাজা আরো কত কি না পাবেন সেই নেশার লিস্টে।

আরও পড়ুন :  ক্লাসরুমে ঘুম!তাও একরত্তি মেয়ের ! দেখুন সেই ভিডিও

এই অবধি ঠিকই লাগবে কথাগুলো কিন্তু এরপর যা বলবো তা শুনে হয়তো যে কারোরই চক্ষু চড়কগাছ হয়ে যাবে। কারণ এমন ঘটনা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। সম্প্রতি স্যোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি কাকড়া মনের সুখে সিগারেট টানছে।

আরও পড়ুন :  আনন্দে বিনামূল্যে নিজের সেলুনে পরিষেবা দিলেন মেয়ের বাবা

এমনকি মানুষের আওয়াজ পেয়ে তার সিগারেট যাতে কেউ কেড়ে না নেয় তাই সেখান থেকে হাটা জুড়ে দিয়েছে মুখে সিগারেট নিয়েই। এই ভিডিও যারা করছিলো তারা তো হাসছেনই।প্রকাশ্যে আসার পর মূহুর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটজনতা বেশ মজাও পেয়েছে এই ভিডিও দেখে। আপনিও দেখুন সেই কাকড়ার সিগারেট খাওয়ার ভিডিও।

আরও পড়ুন :  বিরলতম অসুখ রাপুনজেল সিনড্রোম রোগী নিজের চুল ছিড়ে নিজেই খায়,এক নাবালিকার ৪৮ সেমি চুলের বল বেরল পেট থেকে

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল