নিউজ ডেস্কঃ মুখে কথা ঠিকমতো ফোটেনি।আধো আধো কথা বলতে শিখেছে এই একরত্তি মেয়েটি।কিন্তু বাপের বাড়িতে আর থাকতে মন চাইছেনা তার।সে যেতে চাইছে শ্বশুরবাড়ি।আসলে বাঙালি ঘরের মেয়ে মাত্রই জন্ম থেকেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হবে।আর তাই এই শিশুটি শ্বশুরবাড়ি কি বা কেমন তা কতটা বুঝেছে জানা নেই তবে বায়না করে সে তার বাবাকে বলছে গেটের তালা খুলে দাও আমি একটু শ্বশুরবাড়ি ঘুরে আসি।যদিও এই ভিডিও স্যোশাল মিডিয়ায় আসার পর ভাইরাল হয়ে গিয়েছে।একরত্তি মেয়ের কান্ডকারখানা দেখে পড়েছে অনেকের চোখের জল।
ভিডিওটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে গলায় ব্যাগ ঝুলিয়ে টাকা পয়সা সমেত সে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি।তার বাবা জিজ্ঞেস করছে কোথায় যাবে মা? সে উত্তর দিচ্ছে শ্বশুরবাড়ি। এরপর তাকে দেখা যাচ্ছে নতুন জুতো পড়ে তার বাবাকে বলছে গেট খুলে দাও।দুজনে চলো যাই শ্বশুরবাড়ি ঘুরে আসি।তার বাবা বলছে বাইরে প্রচন্ড রোদ আমি ফিরে এসে তোমাকে শ্বশুরবাড়ি ঘুরিয়ে আনবো।কিন্তু মেয়ে নাছোড়বান্দা।সে তখনই যাবে কারণ তার আর বাপের বাড়ি ভালো লাগছেনা।এই ভিডিও প্রকাশ্যে আসার পরই মিলিয়ন নেটজনতা দেখে ফেলেছে এমনকি কেদেঁ ফেলেছে অনেকেই।